10th পাশে বনদপ্তরে MTS, LDC, Assistant পদে কর্মী নিয়োগ । Forest department job vacancy

 বনদপ্তরে নতুনভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো । রাজ্যে সমস্ত জেলা থেকে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই এই পদে আবেদন করতে পারবে । বন দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে । কারা কিভাবে আবেদন করতে পারবে সমস্ত টা নিচে আলোচনা করা হল -





পদের নাম -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা বনদপ্তরে আবেদন করতে চায় তাদের জন্য বিরাট খুশির খবর যে বিভিন্ন পদে নিয়োগ হবে যেগুলি হলো -

1. Multi Tasking Staff

2. Lower Division Clerk

3. Technical Assistant



শিক্ষাগতা যোগ্যতা -

চাকরিপ্রার্থীরা যারা এই পদে আবেদন করতে চান মাধ্যমিক পাশ সবথেকে নিন্মতম শিক্ষাগতা যোগ্যতা এই পদে আবেদন করার জন্য । তাছাড়া উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশান পাশ করলে আবেদন করতে পারবে ।


আবেদনের প্রদ্ধতি -

সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে যার লিংক নিচে দেওয়া হলো। প্রথমে ওই লিংকে ক্লিক করতে রেজিট্রেশান করতে হবে । সেক্ষেত্রে অনেকগুলি ডকুমেন্ট লাগবে যেগুলি নিচে বলে দেওয়া হলো ।


ডকুমেন্টগুলি হলো -

1. All Educational Certificate.

2. Age proof Certificate

3. Caste certificate 

4. Voter card

5. Aadhar card

6. Experience Certificate 


বয়সসীমা চাকরিপ্রার্থীদের -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান মিনিমাম বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তাছাড়া সরকারি নিয়োম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে ।


মাসিক বেতন -

প্রতিমাসে প্রায় ১৮০০০ থেকে ৩০০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।


নিয়োগের প্রক্রিয়া -

চাকরিপ্রারথীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশানের পর নিয়োগ হবে ।


অফিসিয়াল লিংক -

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ