কলকাতা পুলিশে প্রচুর কর্মী নিয়োগ, যেখানে উচ্চমাধ্যমিক পাশে নিয়োগ হবে । রাজ্যের সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হল-
গ্রুপ C র বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগ । রাজ্যে বিভিন্ন জায়গা থেকে আবেদন করতে পারবে ।
শিক্ষাগতা যোগ্যতা -
চাকরিপ্রার্থী যারা এই পদে আবেদন করতে চান উচ্চমাধ্যমিক বা স্নাতক পাশ করলে আবেদন করতে পারবে ।
মাসিক বেতন -
যে সমস্ত চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে চান 18,000 থেকে 26,000 পর্যন্ত বেতন দেওয়া হবে ।
নিয়োগের প্রক্রিয়া -
চাকরিপ্রার্থীরা যারা এই সদে আবেদন করতে চান লিখিত পরীক্ষা ইন্টারভিউ মধ্যে দিয়ে নিয়োগ হবে ।
বয়সসীমা -
উপরের সমস্ত পদের জন্য 01.07.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরে বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া -
এখানে কোলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনের দ্বারা আবেদন করতে হবে।
প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলি লাগবে -
1, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
2, বয়সের প্রমানপত্র
3, কাস্ট সার্টিফিকেট
4, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
5, কম্পিউটারের সার্টিফিকেট
আবেদনের শেষ তারিখ -
4/11/2022
অফিসিয়াল নোটিশ -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box