২৪০০০ শূন্যপদে কন্সটেবল পদে কর্মী নিয়োগ । মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ প্রচুর কর্মী

 ২৪ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে রাজ্যের প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। মোট ২৪,৩৬৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে | আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন | আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |





পদের নাম -

BSF - 10,497
CISF - 100
CRPF - 8,911
SSB - 1,284
ITBP - 1,613
AR - 1,697
SSF - 103

NCB - 164


শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |


নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা (CBT), শরীরক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে | পরীক্ষার সিলেবাস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে |



আবেদন ফি :- আবেদন করার জন্য প্রার্থীদের ১০০/- টাকা জমা দিতে হবে, তবে SC/ST/ESM/FEMALE - প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না | আবেদন ফি বাবদ টাকা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবেন |


বেতন :- NCB পোস্ট ছাড়া বাকি পদের ক্ষেত্রে পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা বেতন দেওয়া হবে এবং NCB - পোস্টের ক্ষেত্রে পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে |



বয়সসীমা :- প্রার্থীদের বয়স ০১/০১/২০২৩ সাল অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |



আবেদন শুরু :- ২৭শে অক্টোবর ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |


আবেদন চলবে :- আগামী ৩০শে নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ