Indian post recruitment 2022: পোস্ট অফিসে কর্মী নিয়োগ, অষ্টমশ্রেনী পাশে

 পোস্ট অফিসে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হবে । রাজ্যের সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই এই পদে আবেদন করতে পারবে । রাজ্যের অষ্টমশ্রেনী পাশ করে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হল । Indian post office group d recruitment 2022 New update. 




পদের নাম -

চাকরিপ্রার্থীরা যারা আবেদন করতে চান গ্রুপ ডি পদে আবেদন করতে হবে । সমস্ত জেলা আবেদন করতে পারবে । 


শিক্ষাগত যোগ্যতা -

চাকরিপ্রার্থীরা যারা আবেদন করতে চান অষ্টমশ্রেনী অথবা ITI পাশ করলেই  আবেদন করতে পারবে । 


বয়সসীমা -

১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে । বয়সের ছাড় পাবেন SC/ST ৫ বছর আর ৩ বছর বয়েসের ছাড় পাবেন । যেসব চাকরির প্রার্থী আবেদন করতে চাইছেন তাড়াতাড়ি আবেদন করুন । 


বেতন

এই পদে যেসব চাকরির প্রার্থীরা আবেদন করবেন তাদের বেতন প্রতি মাসে পেলেভেল ২ অনুযায়ী ২০,০০০ টাকা থেকে ৬৩,০০০ টাকা পযর্ন্ত বেতন দেওয়া হবে । 


নিয়োগ প্রক্রিয়া - 

সরসারি ট্রেড টেস্ট দিয়ে নিয়োগ হবে কোন রকম লিখিত পরীক্ষা হবে না ।


ডকুমেন্ট যেগুলি লাগবে -

১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

২. বয়সের প্রমানপত্র

৩.কাস্ট সার্টিফিকেট

৪. ড্রাইভিং লাইসেন্স 

৫. ITI পাশের সার্টিফিকেট


আবেদনের প্রক্রিয়া -

যারা আবেদন করতে চান সরাসরি অফলাইনে ফর্মফিলাপ করতে হবে । সেটি ফিলাপ করে সমস্ত ডকুমেন্টের জেরক্স দিয়ে পাঠিয়ে দিতে হবে ।


আবেদনের শেষ তারিখ -

১৯/১০/২০২২


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ