মাধ্যমিক পাশে রেলে প্রচুর কর্মী নিয়োগ | WB Eastren Railway Recruitment 2022

 রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | পশ্চিমবঙ্গে রেলওয়ে দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে রাজ্যের সব জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে






পদের নাম :- Technician

ক)  Category - 1 :- যেকোনো সরকারি ইউনিভার্সিটি/ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৫,২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা বেতন দেওয়া হবে | সাথে গ্রেড পে থাকবে ২,৪০০/- টাকা থেকে ২,৮০০/- টাকা পর্যন্ত |


খ)  Category - 2 :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |



বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৫,২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা বেতন দেওয়া হবে | সাথে গ্রেড পে থাকবে ১,৯০০/- টাকা থেকে ২,০০০/- টাকা পর্যন্ত |



এখানে আবেদন করতে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন:

1. সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

2.পাসপোর্ট সাইজের ফটোকপি

3.চাকরি প্রার্থীর নিজস্ব সিগনেচার

4.আধার কার্ড অথবা ভোটার কার্ড

5. কম্পিউটার সার্টিফিকেট যেখানে প্রযোজ্য

6. অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে

7. কাস্ট সার্টিফিকেট যদি থাকে


আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরি ছাত্রীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদন পদ্ধতি আলোচনা করা হলো -

1. প্রথমে চাকরিপ্রার্থীদের পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম ফিলাপ করার পেজটি খুলতে হবে।


2. এরপর চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।

3. আবেদন করার সময় চাকরি অবশ্যই নিজের বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে।

4. এরপর চাকরি-প্রার্থীদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট যেমন ফটো সিগনেচার আপলোড করতে হতে পারে।


5. সবশেষে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে রাখতে হবে।



বয়সসীমা :- উভয়ই পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |



আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আবেদন প্রক্রিয়া শুরু হলে আমাদের ওয়েবসাইটে আবেদন করার লিঙ্ক দেওয়া  হবে ।



আবেদন চলবে :- আগামী ২৯শে সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |


আবেদনের লিংক -

ক্লিক করুন




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ