১০ হাজার পদে সিভিক পুলিশ ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ । WB Civic police volunteer recruitment 2022

 রাজ্যে সিভিক পুলিশ কমী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । চাকরিপ্রাথী বিরাট বর সুখবর  সরাসরি আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে । পশ্চিমবঙ্গে যেসব চাকরির প্রাথী রয়েছে তারা মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে । পশ্চিমবঙ্গে ২৩টি জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এই পদে আবেদন করতে পারছে । এই পদে আবেদন করার জন্য আপনার বয়স , শিক্ষাকতা যোগ্যতা এবং বেতন ইত্যাদি কি লাগছে নিচে আলোচনা করা হল  -




পদের নাম - 

রাজ্যে সিভিক পুলিশ ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ  । 


মোট শূন্যপদ - 

রাজ্যে সিভিক পুলিশ পদে  মোট ১০,০০০ পদে কমী নিয়োগ হতে চলেছে । 


শিক্ষাগতা যোগ্যতা - 

এই পদে আবেদন করতে হলে চাকরি প্রাথীকে মাধ্যমিক পাশ হতে হবে ।


বয়স

এই পদে আবেদন করলে প্রাথীকে ১৮ থেকে ৩০ বছর পযন্ত আবেদন করতে পারবে । 


বেতন

যেসব প্রাথীরা আবেদন করবে তাদের প্রতি মাসে ৭০০০ থেকে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 


নিয়োগ পদ্ধতি - 

এই পদে আবেদন করলে প্রাথীকে লিখিত পরীক্ষা , শারিরিক পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে । 


আবেদন পদ্ধতি - 

প্রত্যেক প্রাথীকে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে । প্রাথীকে নিজেদের পুলিশ স্টেশনে গিয়ে ফমটি কালেক্ট করে আবেদন করতে হবে ।


ডকুমেন্ট লাগবে যেগুলি -

১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

২. বয়সের প্রমানপত্র

৩. কাস্ট সার্টিফিকেট

৪. ভোটার কার্ড


অফিসিয়াল লিংক -

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ