WB Group D Recruitment 8th Pass 2022 | রাজ্যের জেলা আদালতে অষ্টমশ্রেনী পাশে নিয়োগ

 রাজ্যের (WB Govt Job 2022 Vacancy) গ্রুপ ডি পদে নিয়োগ অষ্টমশ্রেনী পাশে । রাজ্যের চাকরিপ্রার্থীরাদের জন্য বিরাট খুশির খবর সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । রাজ্যের এই পদে আবেদন চলবে অনলাইনে যার সমস্ত লিংক নিচে দেওয়া হলো । রাজ্যের এই পদে পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন দেখে নিন - 



পদের নাম - 

রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি সুইপারের পদে নিয়োগ হতে চলেছে । রাজ্যের এই পদে আবেদন অনলাইনে আবেদন করতে হবে । সমস্ত জেলা থেকে এই আবেদন করতে পারবে । 


শিক্ষাগত যোগ্যতা - 

রাজ্যের জেলা আদালতে যদি কোন চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান মিনিমাম অষ্টমশ্রেনী পাশ করলে আবেদন করতে পারবে । রাজ্যের উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থা যারা আছেন তারা ও আবেদন করতে পারবে । 


বয়সসীমা আবেদনের জন্য - 

যারা আবেদন করতে চান বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর হতে হবে । SC/ST/OBC রা বয়সের ছাড় পেয়ে যাবেন ৩/৫ বছরের জন্য । 


বেতন গ্রুপ ডি পদে - 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের বেতন ১২ হাজার পর্যন্ত দেওয়া হবে । 


নিয়োগের প্রক্রিয়া - 

আবেদনকারী যারা আছেন তাদের জন্য বিরাট খুশির খবর কোন রকম লিখিক পরীক্ষা হবে না সরাসরি প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে ইন্টারভিউর জন্য ডাকা হবে । তারপর সেখান থেকে নিয়োগ হবে । 


ডকুমেন্ট লাগবে যেগুলো -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান এই পদে তাদের এই সার্টিফিকেট গুলি লাগবে -

১. অষ্টমশ্রেনী পাশের সমস্ত ডকুমেন্ট

২. বয়সের প্রমানপত্র

৩. ভোটার কার্ড

৪. আধার কার্ড

৬. কাস্ট সার্টিফিকেট


আবেদন শুরু - 

৬/০৬/২০২২


আবেদন শেষ -

৬/০৭/২০২২


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

আবেদনের লিংক -

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ