পদের নাম -
রাজ্যের স্কুলে গ্রুপ ডি পদে সুইপারে আবেদন করতে পারবে । এই পদে শুধুমাত্র পুরুর চাকরিপ্রার্থীরী আবেদন করতে পারবে । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে ।
শিক্ষাগত যোগ্যতা -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান তাদের মিনিমাম অষ্টমশ্রেনী পাশ করলে আবেদন করতে পারবে । রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট আপডেট ।
নিয়োগের প্রক্রিয়া -
যে সমস্ত আবেদনকারীরা এই পদে আবেদন করতে চান তাদের লিখিত পরীক্ষার ডকুমেন্ট ভেরিফিকেশান এগুলির মাধ্যমে নিয়োগ হবে ।
বয়সসীমা -
রাজ্যের এই গ্রুপ ডি পদে যারা আবেদন করেত চান তাদের বয়সসীমা ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে । SC/ST/OBC রা বয়সের ছাড় পেয়ে যাবেন ৩/৫ বছরের ।
বেতন সুইপারের পদে -
যারা আবেদন করবেন এই পদে তাদের বেতন ১০ হাজার থাকবে । চাকরিপ্রার্থীদ্র জন্য ভালো খবর ।
ডকুমেন্ট লাগবে অফলাইনে আবেদনের জন্য -
যারা আবেদন করবেন অফলাইনে তাদের জন্য এই ডকুমেন্টগুলি লাগবে -
১. অষ্টমশ্রেনী পাশের সমস্ত ডকুমেন্ট
২. মাধ্যমিকের এডমিট কার্ড বয়সের প্রমানপত্র হিসাবে ।
৩. আধার কার্ড
৪. ভোটার কার্ড
৫. কাস্ট সার্টিফিকেট
আবেদনের প্রক্রিয়া -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার ফর্মের লিংক নিচে দেওয়া হল । প্রথমে সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে তারপর সঠিক ভাবে ফিলাপ করে জমা করতে হবে ।
আবেদনমূল্য -
যে সমস্ত চাকরিপ্রার্থূরা আবেদন করতে চান যেমন যদি আপনি General বা OBC হন তাহলে ৫০০ টাকা এবং SC/ST হলে ৩০০ টাকা আবেদনমূল্য জমা করতে হবে ।
আবেদনের শেষ তারিখ -
১২/০৬/২০২২
অফিসিয়াল নোটিশ -
আরও চাকরির খবর পড়ুন -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box