FCI 5000 New Job Vacancy 2022: খাদ্য বিভাবে মাধ্যমিক পাশে ৫০০০ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

 খাদ্য বিভাগে কর্মী নিয়োগের বিরাট আপডেট (FCI Recruitment 2022 ) । রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর সবার জন্য যারা আবেদন করতে চান । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । রাজ্যের পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । রাজ্যের এই নতুন আপডেট মাধ্যমিক পাশেদের জন্য বিরাট সুযোগ সরাসরি আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে পারবেন কোথায় আবেদন করবেন সমস্ত টা নিচে আলোচনা করুন -



পদের নাম -

খাদ্য দপ্তরে নতুন ভাবে গ্রুপ সি ও ডি পদে পিরচুর কর্মী নিয়োগ হবে । রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । 


শূন্যপদ -

রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের বিরাট চমক প্রায় ৫০০০ র বেশি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল । 


শিক্ষাগত যোগ্যতা -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা (WB Govt Job Vacancy 2022) এই পদে আবেদন করতে চান মামিক ও উচ্চমাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে । 


বয়সসীমা -

যারা এই পদে আবেদন করতে চাও বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবে । বয়সের ছাড় পাবেন । 


ডকুমেন্ট লাগবে যেগুলি আবেদনের জন্য -

১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট

২. বয়সের প্রমানপত্র

৩.কাস্ট সার্টিফিকেট

৪. আধার কার্ড

৫. ভোটার কার্ড


মাসিক বেতন -

যারা এই পদে আবেদন করতে চান ১৭,০০০ থেকে ৩২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।



নিয়োগের প্রক্রিয়া -

যে সমস্ত চাকরিপ্রার্থারা আবেদন করেত চান এই পদে সরাসরি এই ভাবে নিয়োগ হবে (WB Group d Recruitment 2022) 

১. লিখিত পরীক্ষা

২. ইন্টারভিউ

৪. ডকুমেন্ট ভেরিফিকেশান


আবেদনের প্রক্রিয়া -

যারা আবেদন করতে চান সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে । তার জন্য অফিসিয়াল লিংক নিচে দেওয়া হল । সেখান থেকে আবেদন করতে পারবে ।


অফিসিয়াল লিংক -

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ