WB post office Group D recruitment 2022 | রাজ্যে পোস্ট অফিসে কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে

 রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর পোস্টঅফিসে গ্রুপ ডি পদে নিয়োগ । রাজ্যে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে । রাজ্যের প্রত্যেকটি পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্যে সরকার । রাজ্যের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে । রাজ্যের এই পদে আবেদনের জন্য কোন রকম শিক্ষাগত যোগ্যতার দরকার নেই । কিভাবে আবেদদন করবেন সমস্ত নিচে আলোচনা করা হল - 



পদের নাম (WB govt job vacancy ) - 

রাজ্যের পোস্ট অফিসে (WB post office group d recruitment) গ্রুপ ডি পদে নিয়োগ হবে । রাজ্যের এই পদে সমস্ত জেলা ছেকে আবেদন করতে পারবে । 


শিক্ষাগত যোগ্যতা - 

রাজ্যের এই পদে যদি আবেদন করতে চান মিনিমাম মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে । রাজ্যের ২৩টি জেলা থেকে এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আবেদন করতে পারবে । রাজ্যের এই চাকরির সুযোগ হীত ছাড়া না করে এখনি আবেদন করুন । 


কিভাবে আবেদন করবেন - 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান এই পদে কোন রকম অনলাইনে বা অফলাইনে ফর্মফিলাপ করতে হবে না । রাজ্যের এই পদে আবেদন করা মানে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি তাই কোনরকম ফর্ম না নিয়ে সারসরি ইন্টারভিউ দিন Bio Data নিয়ে যেতে হবে । পোস্ট অফিসে এই পদে আবেদনের জন্য ৫০০০ টাকা ডিপজিট করতে হবে তারপর এই কাজটি করতে পারবে সেটি আরও ভালোভাবে অফিসিয়াল নোটিশে উল্ল্যেখ করা রয়েছে যারা আবেদন করবেন আগে অফিসিয়াল নোটিশটি পড়ে আবেদন করবেন । 


বয়সসীমা (Post Office Job ) - 

রাজ্যের এই পোস্ট অফিসের পদে যদি কোন পুরুষ বা মহিলা প্রার্থী আবেদন করতে চান তাহলে ১৮ থেকে ৩০ বছর হতে হবে এছাড়া বয়সের ছাড় পাবেন SC/ST/OBC রা ৩/৫ বছর । 


নিয়োগের পদ্ধতি - 

সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ হবে তাই কোন রকম অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে না । কিছু আবেদনের জন্য ডকুমেন্ট লাগবে নিচে উল্ল্যেখ করা হল -

১. মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, এডমিট

২ বয়সের প্রমানপত্র

৩. ভোটার কার্ড

৪. আধার কার্ড


আবেদনমূল্য

এই পদে আবেদনের জন্য কোন আবেদনমূল্য লাগবে না সরাসরি ইন্টারভিউতে যেতে পারবেন । 


ইন্টারভিউয়ের ঠিকানা:
নিম্নলিখিত ঠিকানায় ইন্টারভিউয়ের দিন সময়মত পৌঁছে যেতে হবে,

Office of Senior Superintendent of Post Offices, Burdwan Division, Burdwan-713101


অফিসিয়াল নোটিশ -

আরও চাকরির খবর পড়ুন -



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ