WB Health Board Group C Recruitment 2022 | রাজ্যে স্বাস্থ্যে দপ্তরে কর্মী নিয়োগ গ্রুপ সি পদে

 রাজ্যে স্বাস্থ্য দপ্তরে বিরাট কর্মী নিয়োগ ২০২২ । রাজ্যের (WB Health Board Recruitment 2022) স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগ ২০২২ । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা উভয় এখানে আবেদন করতে পারবে । রাজ্যের সমস্ত জেলাতে নিয়োগ হবে । কিভাবে আবেদন করবে কোথায় আবেদন করবে সমস্ত নিচে আলোচনা করা হল - 



পদের নাম - 

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে Account Manager পদে সমস্ত জেলাতে নিয়োগ হবে । রাজ্যের এই পদে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে । বিনা লিখিত পরীক্ষায় কর্মী নিয়োগ হবে । 


শিক্ষাগত যোগ্যতা - 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান অবশ্যই M.Com/ICWA/Computer Tally Knowledge must have তবে আবেদন করতে হবে । রাজ্যের এক বছরের অভিজ্ঞতা হতে হবে । 


বয়সসীমা

রাজ্যের এই পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা ২১ থেকে ৪০ বছর বয়স হতে । SC/ST/OBC যারা বয়সের ছাড় ৩/৫ বছর । 


নিয়োগের প্রক্রিয়া - 

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে যদি আবেদন করতে চান তাহলে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ সরাসরি অ্যাকাডেমিক মার্কসের ভিত্তিতে ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে । রাজ্যের পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে । 


আবেদনের জন্য সমস্ত ডকুমেন্ট -

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগের জন্য এই ডকুমেন্ট গুলি লাগবে -

১. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

২. বয়সের প্রমানপত্র

৩. ভোটার কার্ড

৪. আধার কার্ড

৫. স্থায়ী বসবাসের সার্টিফিকেট

৬. অভিজ্ঞতার সার্টিফিকেট


বেতন

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করবেন বেতন ৩৫০০০ টাকা দেওয়া হবে । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । 


আবেদনমূল্য

কোন রকম আবেদনমূল্য ছাড়াই এখানে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে । 


আবেদন প্রক্রিয়া - 

অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে। যার অফিসিয়াল লিংক নিচে দেওয়া হল । 


যারা আবেদন করবেন অবশ্যই অফিসিয়াল নোটিশ টি ভালো করে পড়ে আবেদন করতে পারবে । 


আবেদনের শুরুর তারিখ - 

২৫/০৫/২০২২


আবেদনের শেষ তারিখ - 

৮/৬/২০২২


আবেদনের লিংক -

ক্লিক করুন 

অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ