WB Duare Sarkar DEO recruitment 2022 | রাজ্যে দুয়ারে সরকারে ১০০০ পদে কর্মী নিয়োগ সরাসরি

 পশ্চিমবঙ্গে আবার ও শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প । পশ্চিমবঙ্গের চাকরি প্রাথীদের জন্য বিশাল বড় সুখবর । যেখানে কোনো রকম শিক্ষাগতা যোগ্যতা না থাকে তাহলে ও আপনারা আবেদন করতে পারবেন । পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলায় জেলায় ও ব্লকে ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যেসব চাকরির প্রাথীরা ইচ্ছুক তাারা আবেদন করতে পারবেন  এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক পুরূষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন । 





পদের নাম -

 ডাটা এন্টি অপরেটর  পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি । যেখানে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । রাজ্যের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবে । 


মোট শূন্যপদ - 

রাজ্যে DEO পদে সমস্ত জেলাতে ১০০০ পদে নিয়োগ হবে প্রচুর পদ খালি এখনি আবেদন করুন । 


শিক্ষাগতা যোগ্যতা - 

এই পদের জন্য আবেদন করতে গেলে কোনো রকম শিক্ষাগতা যোগ্যতা লাগবে না । শুধুমাএ কম্পিউটার টাইপিং এবং স্পিট থাকলেই তবেই  আবেদন করার জন্য যোগ্য হবেন । 


বয়সসীমা

এই পদের জন্য যেসব চাকরির প্রাথীরা আবেদন করবে তাদের বয়স  ১৮ থেকে ৪০ বছর হতে হবে । যারা SC/ST/OBC আবেদন করতে চান তাদের বয়সসীমা ৩/৫ বছরের ছাড় পাবেন । 


আবেদন প্রক্রিয়া - 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে যার লিংক নিচে দেওয়া হল । প্রথমে লিংকে ক্লিক করে আবেদন করতে পারবে । 


আবেদনের জন্য ডকুমেন্ট -

যারা আবেদন করতে চান তাদের এই ডকুমেন্টগুলি লাগবে -

১. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

২. বয়সের প্রমানপত্র

৩. ভোটার কার্ড

৪. আধার কার্ড

৫. স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট

৬. আবেদনের জন্য ফর্ম

৭. কম্পিউটারের সার্টিফিকেট


আবেদন জন্য সমস্ত চাকরিপ্রার্থীক্ জানানো যাচ্ছে যে ভালো ভাবে অফিসিয়াল নোটিশটি পড়ে আবেদন করতে পারবেন । 


আবেদনের তারিখ খুব শিঘ্রই বেড়োবে অফিসিয়াল ওয়েবসাইটে । 


অফিসিয়াল লিংক -

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ