Indian Post Payment Bank 50,000 vacancy 2022 | রাজ্যে পোস্ট পেমেন্ট ব্যাংকে বিরাট নিয়োগ মাধ্যমিক পাশে

 রাজ্যে (Indian Post Payment Bank Recruitment 2022 ) পোস্ট অফিসে বিরাট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্য সরকার । রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদ্র জনয বিরাট খুশির খবর যেখানে আবেদন করতে পারবে । রাজ্যের ২৩ টি জেলা থেকে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা উভয় মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন সমস্ত নিচে আলোচনা করা হল -



পোস্টঅফিসের পদের নাম - 

যে সমস্ত চাকরিপ্রার্থীর আবেদন করতে চান নতুন পোস্ট (wb govt job vacancy 2022) পোস্ট অফিসে পেমেন্ট ব্যাংকে নিয়োগ হবে । রাজ্যের এই চাকরির সুযোগ সবার জন্য । 


শিক্ষাগত যোগ্যতা - 

রাজ্যের এই পোস্ট অফিসে আবেদনের জন্য তেমন কিছু শিক্ষাগত যোগ্যতার দরকার নেই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে । রাজ্যের এই পদের চাকরির জন্য আর কিছু অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতার দরকার নেই । 


নিয়োগের পদ্ধতি - 

রাজ্য সরকারের তরফ থেকে আশা এই বিজ্ঞপ্তিতে কোন নিয়োগের পদ্ধতি উল্ল্যেখ করা নেই । তবুও সূত্রের খবর জানা যাচ্ছে যে এই পদে আবেদনের জন্য কোন লিখত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ এবং ডকুমেন্ট ভেরিফিক্শানের মাধ্যমে নিয়োগ । 


বয়সসীমা

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করবেন বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরেরে মধ্যে হতে হবে । SC/ST/OBC সবাই বয়সের ছাড় পেয়ে যাবেন । 


বেতন

রাজ্যের পোস্টঅফসে ১৭,০০০ টাকা বেতন দেওয়া হবে । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । ২৩টি জেলার পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে । 


আবেদন প্রক্রিয়া পোস্ট অফিসে -

রাজ্যের এই পদে আবেদন যারা করবেন কোন রকম অনলাইনে আবেদন করতে হবে না অফলাইনে ফর্মফিলাপ করতে হবে । তারপর সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে । 


আবেদনের জন্য ডকুমেন্ট - 

যারা আবেদন করতে চান এখানে এই ডকুমেন্ট গুলি লাগবে - 

১. মাধ্যমিকের সমস্ত ডকুমেন্ট

২. বয়সের প্রমানপত্র

৩. ভোটার কার্ড

৪. আধার কার্ড



যারা আবেদন করবেন সমস্ত আবেদনটি ভালো করে পড়ে আবেদন করবেন । 


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ