রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে | WB DM Office Group C Post vacancy 2022

 রাজ্যে (WB govt job vacancy 2022 ) সরকারি চাকরির বিরাট আপডেট । রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করা হল । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । রাজ্যের পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারেব । রাজ্যের ২৩ টি জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন শুরু এই পদে চাকরির জন্য, কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবে সমস্ত নিচে আলোচনা করা হল - 



পদের নাম - 

রাজ্যের অনেকগুলি পদে কর্মী নিয়োগ হতে চলেছে যেখানে - 

1. Paramedical Staff (only female)

2. Legal-Cum Probation Officer

3. Out Reach Worker 

এই পদগুলি সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীরা সবাই আবেদন করতে পারবে । 


শিক্ষাগত যোগ্যতা - 

রাজ্যের এই পদ গুলিতে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান অবশ্যই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশান পাস করলে আবেদন করতে পারবে । 


বয়সসীমা

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান এই পদে বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে । SC/ST/OBC সবাই বয়সের ছাড় পেয়ে যাবেন ৩/৫ বছর । 


আবেদনমূল্য

যে সমস্ত আবেদনকারী আবেদন করতে চান তাদের জন্য সুখবর কোন রকম আবেদনমূল্য লাগবে না । 


নিয়োগের প্রক্রিয়া - 

যারা আবেদন করতে চান লিখিত পরীক্ষা ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশানের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে । ১০০ নম্বরের প্রতিটি পোস্টে লিখিত পরীক্ষা হবে । 


ডকুমেন্ট লাগবে আবেদনের জন্য - 

১. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

২. বয়সের প্রমানপত্র

৩.ভোটার কার্ড

৪. আধার কার্ড

৫. রেশন কার্ড

৬. অভিজ্ঞতার সার্টিফিকেট

৭. কম্পিউটারের সার্টিফিকেট



আবেদনের প্রক্রিয়া - 

চাকরিপ্রার্থীরা যারা আবেদন করতে চান অফলাইনে আবেদন করতে হবে । ফর্ম নিচের লিংকে দেওয়া হল । যেখান থেকে ডাউনলোড করে আবেদন করতে পারবে । যারা আবেদন করবেন অবশ্যই অফিসিয়াল নোটিশটি পড়ে আবেদন করবেন । 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা - 

District Social Welfare Officer 

Office of the district Magistrate 

Sub Station Building, neat Hawkers Market 

Purba Bardhaman - 713101 


আবেদন পত্র পাঠানোর শেক্ষ তারিখ - 

১৫/০৬/২০২২


অফিসিয়াল নোটিশ - 

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ