Shyam Steel কোম্পানীতে প্রচুর কর্মী নিয়োগ ২০২২: মাধ্যমিক পাশে অনলাইনে আবেদন

 Shayam Steel কোম্পানীতে প্রচুর কর্মী নিয়োগ ২০২২ রাজ্যে । রাজ্যের চাকরীপ্রার্থীদের বিরাট খুশির খবর Shyam Steel কোম্পানী দিচ্ছে নতুন পদে নিয়োগ । ২৩টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে পুরুষ ও মহিলা । সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ । বিভিন্ন পদে নিয়োগের সুযোগ । 



পদের নাম -

১. Management Officer 

২. Quality Officer 

৩. Team Incharge 

৪. Casual Staff

৫. Steel placement staff

6. Head worker


শিক্ষাগত যোগ্যতা -

উপরে উল্লখিত পদগুলির জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশান, ডিপ্লোমা, ITI পাশে আবেদন করতে পারবে । কিছু কিছু কাজে অভিজ্ঞতার প্রোয়জন দরকার ।


বয়সসীমা -

যারা আবেদন করতে পারবে তাদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । বয়সের ছাড় ও পেয়ে যাবে । 


বেতন

সমস্ত পদগুলিতে বিভিন্ন বেতন রয়েছে মিনিমাম ১২ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত হবে ।


 -আবেদনমূল্য -

বিনামূল্যে আবেদন করতে পারবে যারা এখানে আবেদন করতে পারবে ।


নিয়োগের প্রক্রিয়া -

সমস্ত আবেদনকারীকে জানানো হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে । কোন রকম লিখিত পরীক্ষা হবে না । তাই এখনি আবেদন করতে পারবে ।


জরুরি ডকুমেন্ট - 

যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই ডকুমেন্টগুলি যেনো থাকে -

১. আধার কার্ড 

২. ভোটার কার্ড

৩. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

৪. বয়সের প্রমানপত্র

৫. অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে ) 


আবেদনকারীরা যারা আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই সব কোম্পানীর চাকরিতে আবেদন করতে গেলে কোন রকম ডোনেশান লাগে না । ভালো করে সব পড়ে তবে আবেদন করতে পারবে ।


আবেদনের লিংক -

Click here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ