রাজ্যের চাকরিপ্রার্থীগ্র জন্য বিরাট খুশির খবর ভারতীয় রেলে নতুন ভাবে কর্মী নিয়োগের বিরাট সুযোগ । বিনামূল্যে ট্রেনিং করে চাকরির সুযোগ দিচ্ছে রেলের তরফ থেকে । রাজ্যবাসীর কাছে বিরাট সুযোগ এখানে আবেদন করার জন্য । ১০৩৩ শূন্যপদে কর্মী নিয়োগের সুযোগ । মাধ্যমিক পাশে সরাসরি নিয়োগ হবে । কোথায় কিভাবে আবেদন করবেন দেখে নিন -
পদের নাম -
1. Machinist
2. Turner
3. Electrician
4. Computer operator & progm Asst
5. Stenographer (Hindi)
6. Stenographer (English)
7. Welder
8. Fitter
9. Wagon Repair shop
10. Health & Sanitary Inspector
11. Mechanic Refrigerator & Air conditioner
12. Mechanic Diesel
13. Mechanic Auto Electrical
এই সমস্ত গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি করছেন ভারতীয় রেলের তরফ থেকে ।
মোটশূন্যপদ -
ভারতীয় রেলের তরফ থেকে ১০৩৩ পদে নিয়োগ হতে চলেছে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ । রাজ্যের ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবে । সরাসরি আবেদন করুন কোন আবেদনমূল্য লাগবে না ।
শিক্ষাগত যোগ্যতা -
রেলে তরফ থেকে আশা এই গ্রুপ সি ও ডি পদে আবেদনের জনয অবশ্যই মাধ্যমিক ও তার সমতুল্য পাশ হতে হবে । এবং তার সাথে অবশ্যই ITI পাশ করতে হবে । কোন রকম অঙিজ্ঞতার দরকার হবে না ।
বয়সসীমা - রেলের এই সমস্ত পদ গুলির জম্য আবেদন করার জন্য এখানে মিনিমাম ১৫ থেকে ২৪ বছর বয়স হতে হবে । সরাসরি ট্রেনিংর জন্য এখানে অনলাইনে আবেদন করতে হবে ।
আবেদন প্রক্রিয়া -
আবেদনের জন্য অবশ্যই প্রার্থীদের বলা হচ্ছে যে সরাসরি নিচে লিংকে ক্লিক করে নিয়োগ করে আবেদন করতে । ভারতীয় রেলে পদে আবেদন করতে গেলে অবশ্যই অনলাইনে ফর্মফিলাপ করতে হবে বিনামূল্যে এই আবেদন চলবে ।
নিয়োগের পদ্ধতি -
সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীকে জানানো হচ্ছে মাধ্যমিকের নম্বর ও ITI পাশের নম্বর এর উপর ভিত্তি করে মেরিট লিস্ট বার হবে । সেখান থেকে নিয়োগ হবে ।
বেতন -
সরাসরি ট্রেনিং দিয়ে চাকরির সুযোগ কোন রকম লিখিত পরীক্ষা হবে না তাই ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ট দেওয়া হবে ।
জরুরি ডকুমেন্ট আবেদনের জন্য -
১. মাধ্যমিকের মার্কশিট
২. মাধ্যমিকের সার্টিফিকেট
৩. মাধ্যমিকের এডমিট
৪. বয়সের প্রমানপত্র
৫. ITI পাশ সার্টিফিকেট
৬. আধার কার্ড
৭. মেডিকেল সার্টিফিকেট
আবেদের শুরুর তারিখ -
২৫/০৪/২০২২
আবেদনের শেষ তারিখ -
২৪/০৫/২০২২
আবেদনের লিংক -
অফিসিয়াল লিংক -
অফিসিয়াল নোটিশ -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box