রাজ্যবীসীর কাছে বিরাট চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার । রাজ্য তথা সারা ভারতবর্ষে বেকারত্তহীন করার জন্য সরকারের নতুন প্রকল্প । রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য বিরাট খুশির খবর । কিভাবে আবেদন করবেন কবে আবেদন করবেন সব নিচে আলোচনা করা হল -
বিনামূল্যে ট্রেনিং এর বিভাগ হল -
১. হেল্থকেয়ার
২. অটোমেবাইলস
এই দুটি বিভাগে কেন্দ্র সরকারের বিভাগে প্রচুর পদে নিয়োগ । প্রচুর পদে সরাসরি আবেদন করতে পারবে ।
মোট শূন্যপদখালি -
সারা রাজ্যে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে এবং মোট শূন্যপদ ১৭০০ যেখানে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে । এই শূন্যপদগুলিতে তাড়াতাড়ি আবেদন করুন ।
শিক্ষাগত যোগ্যতা -
এই দুটি পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অষ্টম ও মাধ্যমিক পাশ করতে হবে তবে আবেদন করতে পারবে । হেল্দকেয়ারের জন্য অষ্টমশ্রেনী ও অটোমোবাইলের জন্য মাধ্যমিক পাশ হতে হবে ।
বয়সসীমা -
দুটি পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৬ বছর বয়স হতে হবে । পুরুষ ও মহিলা সবার জন্য । সমস্ত জেলা থেকে আবেদন চলবে ।
ট্রেনিং এর সুবিধা -
১. দ্রারিদ্র সীমার নীচে অবস্থানকারী PHH/SPHH/RKSY/AAY শ্রেনীর ছেলে ও মেয়ে উভয় আবেদন বা এই ট্রেনিং এ আবেদন করতে পারবে ।
২. প্রশিক্ষন চলাকালীন সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা রয়েছে ।
৩. উচ্চ গুনমানের কর্মশালা ও শ্রেনীকক্ষ ।
৪.ইংরেজি কথা বলা ও ব্যাক্তিত্বের বিকাশ ঘটানোর শিক্ষা
৫. সকলের জ্ন্য কম্পিউটার প্রশিক্ষন ।
৬.সকলের জন্য বিনামূল্যে সেভিংস ব্যাঙ্কের একাউন্ট ।
৭. ১০০% চাকরি সংস্থানের সহয়তা ।
৮. কোর্সের শেষে সকল ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড এর ব্যবস্থা আছে ।
জরুরি ডকুমেন্ট আবেদনের জন্য -
১. আধার কর্ডের জেরক্স
২. ৬ কপি পাসপোর্ট সাইজ ফোটো
৩. BPL/PHH/SPHH/RKSY/AAY/JOB Card এর জেরক্স
৪. SC/ST/OBC সার্টিফিকেট
৫. স্থায়ীবাসিন্দার প্রমানপত্র
৬. শিক্ষাগত যোগ্যতার জেরক্স
৭. বয়সের প্রমানপত্র
বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে সবর জন্য । যারা আবেদন করতে চান অবশ্যই ভালো করে অফিসিয়াল ওয়েব সাইট দেখে আবেদন করুন ।
আবেদনের লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box