রাজ্যে কৃষি দপ্তরে ১৬৫০ পদে নিয়োগ । বিনামূল্যে ট্রেনিং দিয়ে সরাসরি নিয়োগ সরকারি চাকরিতে

 রাজ্যবাসীর কাছে বিরাট চাকরির আপডেট রাজ্যে প্রায় কৃষি বিভাগে ১৬৫০ পদে নিয়োগ । WB agriculture department recruitment notification 2022 |রাজ্যের চাকরিপ্রার্থীর কাছে নত্ন চাকরির আপডেট । বিনামূল্যে ট্রেনিং করে সরাসরি চাকরিতে নিয়োগ । মাধ্যমিক পাশে সবাই আবেদন করতে পারবে মহিলা ও পুরুষ । কিভাবে আবেদন করবেন সমস্তটি নিচে আলোচনা করা হল -



পদের নাম -

রাজ্যের কৃষি বিভাগে নতুন ভাবে কর্মী নিয়োগের চাকরির আপডেট কৃষিজ বিপয়ন অধিকার পশ্চিমবঙ্গ সরকার অধীনস্ত ২২টি ফল ও সব্জী সংরক্ষন ও প্রশিক্ষন কেন্দ্রে প্রতি বছর প্রশিক্ষন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাজ্য সরকার । 


শিক্ষাগত যোগ্যতা -

রাজ্য সরকারের নতুন এই পদক্ষেপে রাজ্যের প্রচুর বেকারত্ব কমানোর প্রচেষ্টা । রাজ্যের এই প্রশিক্ষন পাওয়ার জনয অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে । যারা আবেদন করতে চান পুরুষ বা মহিলা উভয়ের মাধ্যমিক ছাড়াও যদি উচ্চশিক্ষার শিক্ষিত হয়ে থাকেন অবশ্যই আবেদন করতে পারবেন ।


মোট শূন্যপদ -

রাজ্যের এই প্রশিক্ষনে যদি আবেদন করতে চান প্রায় অনেক গুলি পদ খালি রয়েছে ১৬৫০ পদে নিয়োগ । পুরুষ ও মহিলা উভয়ের জন্য আলাদা আলাদা পদ খালি রয়েছে । 


নিয়োগের পদ্বতি - 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান তাদের জন্য সুখবর কোন ভাবে আবেদন করতে হবে বা ইন্টারভিউ ও দিতে হবে না । সরাসরি জেলার কেন্দ্রগুলির ফোন নম্বর অফিসিয়াল নোটিশে সব দেওয়া হলো । 


বয়সসীমা -

বয়সের সর্বনিন্ম ১৮ বয়স হতে হবে । পুরুষ ও মহিলা উভয়ের বয়স সর্বনিন্ম ১৮ হতে । কোন রকম আবেদন মূল্য লাগবে না । 


বেতন -

প্রতি সপ্তাহে ৫০০ করে ভাতা দেওয়া হবে । প্রশিক্ষন ২৬.০৪.২০২২ থেকে শুরু হবে । 


জরুরি ডকুমেন্ট আবেদনের -

যারা আবেদন করতে চান এখানে অবশ্যই এই ডকুমেন্ড গুলি  দরকার -

১. সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট 

২. বয়সের সার্টিফিকেট

৩. ভোটার কার্ড

৪. আধার কার্ড

৫. কম্পিউটারের সার্টিফিকেট

৬. যদি অভিজ্ঞতার সার্টিফিকেট 


যারা আবেদন করতে চাইছেন অবশ্যই অফিসিয়াল নোটিশ ভালো করে পড়ে আবেদন করবেন । 


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ