রাজ্যে অষ্টমশ্রেনী পাশে চাকরি, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে

 রাজ্য সরকারের তরফ থেকে আসা বিরাট চাকরির খবর রাজ্যের DM অফিসে সরেসরি ইন্টারভিউ দিয়ে সরকারি চাকরি । রাজ্যে নতুন এই চাকরির আপডেড যেখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে । কোন আবেদনমূ্ল্য ছাড়াই সরাসরি এখানে আবেদন করতে পারবে । অফলাইনের মাধ্যমে এখানে কিভাবে আবেদন করতে পারবে নিচে সব আলোচনা করা হল -



পদের নামগুলি -

1. Bench Clerk

2. Orderly 

এই দুটি পদে রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে পারবে ।পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে ।


শিক্ষাগত যোগ্যতা -

রাজ্যের নতুন পদে নিয়োগের এই নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতার দরকার দেখে নিন -

১. Bench Clerk -

এই পদের জন্য যারা আবেদন করতে চান অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে কমিপিউটারের উপর বেসিক কোন কোর্স করা থাকতে হবে । 


২. Orderly -

এই পদের জন্য আবেদন করতে গেলে অষ্টশ্রেনী পাশ করলে এখানে আবেদন করতে হবে । রাজ্যের এই পদে কোন রকম অভিজ্ঞতা না থাকলে আবেদন করকে পারবে ।


বয়সসীমা -

সমস্ত চাকরি প্রার্থীরা যারা আবেদন করতে চান বয়সসীমা মিনিমাম ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত বয়স হতে হবে ।


নিয়োগের প্রক্রিয়া -

যে সমস্ত আবেদনকারীরা আবেদন করতে চান অবশ্যই এই সমস্ত নিয়োগের প্রক্রিয়া থেকে যেতে হবে -

Otderly পদে আবেদন করতে গেলে কোন লিখিত পরীক্ষার দরকার হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ । 

Bench Clerk পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।


আবেদনমূল্য - কোন রকম আবেদনমূল্য লাগবে না আবেদন করতে গেলে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১. মাধ্যমিক পাশে মার্কশিট

২. অষ্টশ্রনী পাশে মার্কশিট

৩. সমস্ত সার্টিফিকেট

৪. মাধ্যমিকের এডমিট কার্ড

৫. কম্পিউটারের সার্টিফিকেট

৬. কাস্ট সার্টিফিকেট

৭. ভোটার কার্ড

৮. আধার কার্ড


Orderly পদে ইন্টারভিউর ডেট ৩০/০৪/২০২২

Bench Clerk এর শেষ তারিখ ০৬/০৫/২০২২


আবেদনের ফর্ম ডাউনলোড করুন -

Click here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ