বন্ধন ব্যাংকে রাজ্যে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো বন্ধন ব্যাংক । রাজ্যের চাকরীপ্রার্থীদের কাছে বিরাট আপডেট যে সরাসরি ইন্টারভিউ দিয়ে ব্যাংকে চাকরি । রাজ্যবাসীর এই বিরাট সুযোগ চাকরিমুখী করার জন্য । জেলায়জেলায় প্রতিটি ছোট বড়ো ব্রাজ্ঞ গুলিতে কর্মী নিয়োগ হবে । ২৩টি জেলা থেকে এই আবেদন করতে করতে পারবে । নতুন পোষ্ট গুলিতে ফ্রেসাররা আবেদন করতে পারবে । পশ্চিমবঙ্গ রাজ্যের এই প্রথমবার ১২ হাজার পদে নিয়োগ হচ্ছে ।
পদের নাম -
এখানে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদ রয়েছে । আপনার এই পদে কর্মী নিয়োগ করতে পারেন -
1. Branch Head
2. Senior Branch officer
3. Manager
4. Clerk
5. Assistant Treasury Officer
6. Other
শিক্ষাগত যোগ্যতা -
রাজ্যের চাকরীপ্রার্থীরা যারা আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশান পাশ । ব্যাংকের বিভিন্ন পদগুলিতে যারা আবেদন করতে চাইছেন অবশ্যই কম্পিউটারে কিছু কোর্স করা থাকতে হবে ।
বয়সসীমা -
সমস্ত চাকরীপ্রার্থীকে জানানো হচ্ছে যে আবেদন করতে গেলে অবশ্যই ১৮ থেকে ২৭ বছর বয়সের মধ্যে হতে হবে । SC/ST/OBC কাস্টের Candidates রা এখানে বয়সের ছাড় পাবেন ৩/৫ বছর ।
মোট শূন্যপদ -
রাজ্য ছাড়া বাইরের রাজ্যের যেখানে ব্রাজ্ঞ রয়েছে সেখানে শূন্যপদ ১২,০০০ পদে নিয়োগ । পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে ।
নিয়োগের প্রক্রিয়া -
আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইনিটারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ হবে । লিখিত পরীক্ষাতে অবশ্যই গ্রাজুয়েশান লেভেলে সমস্ত প্রশ্ন হবে ।
বেতন -
ব্যাংকের সমস্ত পদে বিভিন্ন বেতন হবে মিনিমাম ১৮ হাজার থেকে ৬৫ হাজার পর্যন্ত বেতন হবে ।
আবেদনমূল্য -
ব্যাংকে যে কেন পদে আবেদন করতে গেলে কোন রকম আবেদনমূল্য লাগবে না । আবেদন করার জন্যে অনলাইনে আবেদন করতে পারবে ।
আবেদনের প্রক্রিয়া -
প্রথমে বন্ধন ব্যাংকে অফিসিয়াল সাইটে যেতে হবে যার লিংক নিচে দেওয়া হল -
সরাসরি আবেদন করতে ফর্ম পেয়ে যাবেন সেটি ফিলাপ করতে হবে ।
ডকুমেন্ট লাগবে আবেদনের জন্য -
১. শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট
২. বয়সের প্রমানপত্র
৩. মাধ্যমিকের এডমিট
৪. কাস্ট সার্টিফিকেট
৫. রিসেন্ট ফোটো
৬. কম্পিউটারের সার্টিফিকেট
৭. ভোটার কার্ড
৮. আধার কার্ড
সমস্ত আবেদনকারীকে বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে পড়ে তারপর আবেদন করবেন ।
আবেদনের তারিখ - ২৫/০৪/২০২২
আবেদনের শেষ তারিখ - ২৩/০৫/২০২২
আবেদনের লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box